আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টে আমরা “ভিপিএস হোস্টিং কি? এবং ভিপিএস হোস্টিং এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা সমূহ” এ বিষয় নিয়ে আলোচনা করবো । চলুন বিস্তারিত জেনে নিয়া যাক…
বর্তমানে হোস্টিং ব্যাবহারকারি দের মধ্যে (দামে সুবিধা, বিভিন্ন সহজ ফিচার এবং মোটামুটি ভাবে মান ভালো হওয়ার কারনে) বেশির ভাগ মানুষই নিজেদের ওয়েবসাইটের জন্য শেয়ারড হোস্টিং কিনে থাকেন। কিন্তু শেয়ারড হোস্টিং এ আপনার ওয়েবসাইটসহ আরও অনেক মানুষের ওয়েবসাইট হোস্ট করা হয়। অর্থাৎ একটা ভার্চুয়াল কম্পিউটার অনেক মানুষ ব্যবহার করে। যার ফলে মাঝে মধ্যে ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়, আবার একটু ভিসিটর বাড়লেই সাইট অফলাইন হওয়াসহ নানা জটিলতায় পরতে হয়। অন্যদিকে ভিপিএস হোস্টিং আপনার ব্যক্তিগত কম্পিউটারের মত। যেটা কিনলে ঐ ভার্চুয়াল কম্পিউটার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন । ঠিক ব্যক্তিগত কম্পিউটারের মতো। মাসে যদি মিলিয়ন ভিসিটরও আসে আপনার সাইটের লোডিং স্পিড কমবে না।
VPS এর ফুল ফর্ম হলো (Virtual Private Server)। যখন একটা Computer কে বিশেষ কোন Software বা অন্য কিছু দিয়ে ভাগ করে অনেক গুলো Server তৈরি করা হয় তখন প্রত্যেক ভাগকে এক একটা VPS বলে। আশা করি বুঝতে পারছেন।
ভিপিএস হোস্টিং (VPS Hosting) সাধারণত শেয়ারড হোস্টিং (Shared Hositng) থেকে আলাদা কারণ এখানে হোস্টিং কোম্পানি আপনাকে আলাদা Ram, Hard Disk, CPU দিয়ে থাকে। মানে আপনার বাসার Personal Computer এর মত। মূলত তারা আপনার জন্য একটা আলাদা Computer এর ব্যবস্থা করে রেখে দিবে। তার মানে আপনার সাইট বেশি নিরাপদ থাকে এবং স্পিড ও ভালো থাকে। তারমানে এই না যে শেয়ারড হোস্টিং (Shared Hositng) নিরাপদ না, শেয়ারড হোস্টিং ও নিরাপদ তবে তা ভিপিএস থেকে একটু কম।
ভিপিএস হোস্টিং (VPS Hosting) প্যাকেজ প্লান সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আশা করি পোস্ট টি পরার আপনি ভিপিএস হোস্টিং সম্পর্কে বুজতে সক্ষম হয়েছেন । পরিশেষে, লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না । আর এ বিষয় নিয়ে আপনার মনে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।
Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do.
-Johann Wolfgang von Goethe
ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা এখন শীর্ষে। অনলাইন বিজনেস সফলভাবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাদ্ধম হচ্ছে ই-কমার্স। যেকোন…
ই-কমার্স বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইন্টারনেটের যুগে ঘরে বসেই সবকিছু…
ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট…
প্রত্যেক ওয়েবসাইট ওনারদের কাছে ডোমেইন হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা…
USA তে প্রতিবছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার পালিত হয় Thanksgiving Day, আর এই থ্যাংকসগিভিং ডে এর…
গুগল তাদের সাম্প্রতিক প্রতিটি আপডেটে পেইজ স্পীডের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের…