সবচেয়ে কম খরচে ওয়েব হোস্টিং - Nebula iHost 1

সবচেয়ে কম খরচে ওয়েব হোস্টিং – Nebula iHost

ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট এর কোন বিকল্প নেই। ওয়েবসাইট থাকাটা বলতে গেলে এখন বাধ্যতামূলক। 

ওয়েবসাইট এর প্রসঙ্গ আসলেই চলে আসে ওয়েব হোস্টিং এর কথা, কেননা ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইট সম্ভব না। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান ডলার প্রাইজ বৃদ্ধি এবং বিভিন্ন সফটওয়্যার, টুলসের প্রাইজ বাড়ার কারণে ওয়েব হোস্টিং এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েই চলেছে। যার কারণে অনেকেরই ওয়েবসাইট তৈরির ইচ্ছা থাকা সত্বেও শুরু করতে পারছে না।

সাধারণত নতুন অবস্থায় বাজেট কম থাকে তাই অধিকাংশ ইউজার কম খরচেই ওয়েবসাইট শুরু করতে চায় এবং কম প্রাইজের ডোমেইন হোস্টিং খুঁজে থাকে, পরবর্তীতে তারা সেই প্যাকেজগুলো আপগ্রেড করে ভালো মানের হোস্টিং প্যাকেজ নিতে চায় কিন্তু কম খরচে এখন ট্রাস্টেড সার্ভিস পাওয়াই মুশকিল। কারণ মার্কেটে অসংখ্য ওয়েব হোস্টিং কোম্পানীর ছড়াছড়ি থাকলেও একটু কম প্রাইজে ভালোমানের সার্ভিস দেয়া কোম্পানীর সংখ্যা কম।

প্রথম অবস্থায় যাদের বাজেট কম এবং দ্রুত ওয়েবসাইট শুরু করতে চান তাঁদের জন্য আজকে একটি বাংলাদেশী ওয়েব হোস্টিং কোম্পানীর সাথে পরিচয় করিয়ে দিবো, যারা গত কয়েক বছর যাবত কম প্রাইজে মোটামুটি ভালো মানের সার্ভিস প্রদান করে আসছে।

Nebula iHost ২০১৯ সাল থেকে বাংলাদেশে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে এবং তাঁদের কাস্টমারদের ফিডব্যাক দেখলেই বোঝা যায় মার্কেটে তাঁরা লোয়ার সেগমেন্টে ভালো মানের সার্ভিস প্রদান করছে।

বর্তমানে তাঁদের সর্বনিম্ন ওয়েব হোস্টিং প্যাকেজ এর দাম ৯৫০ টাকা বছর, তাই যাদের বাজেট খুবই কম তাঁরা এই প্যাকেজ দিয়ে দ্রুত ওয়েবসাইট শুরু করে দিতে পারেন। আমরা আশা করি Nebula iHost তাঁদের এই কার্যক্রম ধরে রাখবে এবং অল্প প্রাইজের ভালোমানের সার্ভিস প্রদান করে দেশীর হোস্টিং ইন্ডাস্ট্রিতে অবদান রাখবে।

You May Also Like

Leave a Reply

%d bloggers like this: