আমরা জানি, ডোমেইন (Domain) মূলত একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।
এই Domain আবার কয়েক ধরনের হয়ে থাকে। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো । যেমনঃ
যেমনঃ .com, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি। সাধারন কাজ বা ব্যবসা, অরগানাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং সাইটের জন্য এগুলো সর্বোচ্চ লেভেল এর Domain ব্যবহার করা হয়ে থাকে।
TLD গুলোর মধ্যে যেগুলো ডোমেইন কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে gTLD বলে। .com, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি কিছু সংখ্যক Generic Top Level Domain
Domain Name এর আগে কিছু থাকলে তাকে Sub Level Domain বলে। যেমন blog.nailpatel.com এখানে blog. হচ্ছে Sub Level Domain । একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে।
বিভিন্ন দেশের নিজস্ব যেই ডোমেইন গুলো থাকে সেগুলকে Country Code Top Level Domain । যেমনঃ- .us (America) .uk (United Kingdom) .au (Australia) .bd(Bangladesh), ইত্যাদি ।
এছাড়া বিভিন্ন Professionl Website গুলো ফ্রী ডোমেইন Provide করে থাকে। যেমনঃ-
ইত্যাদি Professionl Website গুলোতে ডোমেইন ফ্রীতে পাওয়া যায়।
তাছাড়া সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যাবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে উপরে আলোচিত ডোমেইনের ধরনের পাশাপাশি নির্ধারিত বিভিন্ন Domain Extensions এসেছে । আপনি চাইলে টারগেটেড Niche সিলেক্ট করে আপনার পছন্দ মতো Domain Extensions নিতে পারবেন। যেমনঃ
আশা করছি পোস্ট টি পড়ার পর আপনি ডোমেইনের বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পেরেছেন । “বেস্ট ডোমেইন নাম সাজেশন টুল এবং যেগুলো মাথায় রেখে ডোমেইন কিনবেন” এ বিষয়ে জানতে ভিজিট করুন এখানে ।
সেই সাথে আপনি যদি মনে করেন এই লেখা গুলো পড়ে আপনার বন্ধু ও অন্যান্যরা উপকৃত হবে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমাদের একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
“If You Can Dream It, You Can Do It. So Never Give Up”
ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা এখন শীর্ষে। অনলাইন বিজনেস সফলভাবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাদ্ধম হচ্ছে ই-কমার্স। যেকোন…
ই-কমার্স বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইন্টারনেটের যুগে ঘরে বসেই সবকিছু…
ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট…
প্রত্যেক ওয়েবসাইট ওনারদের কাছে ডোমেইন হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা…
USA তে প্রতিবছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার পালিত হয় Thanksgiving Day, আর এই থ্যাংকসগিভিং ডে এর…
গুগল তাদের সাম্প্রতিক প্রতিটি আপডেটে পেইজ স্পীডের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের…