বেস্ট ডোমেইন নাম সাজেশন টুল এবং যেগুলো মাথায় রেখে ডোমেইন কিনবেন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন ।  আজ আমরা আলোচনা করবো “ডোমেইন নাম সাজেশন টুল এবং যেগুলো বিষয় মাথায় রেখে ডোমেইন কিনা উচিত” এ বিষয় নিয়ে। চলুন দেখে নিয়ে যাক…

ডোমেইন নাম সাজেশন টুল

ধরুন আপনি একটি ডোমেইন নাম সিলেক্ট করেছেন কিন্তু আপনি নিশ্চিত না যে ওই ডোমেইন নাম টা কেই আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য কিনবেন । আপনি চাচ্ছেন আরও সিমিলার ডোমেইন নাম খুঁজে পেতে । ঠিক এ ক্ষেত্রেই ডোমেইন নাম সাজেশন টুল আপনাকে ডোমেইন নাম খুঁজে পেতে বা আইডিয়া দিয়ে সাহায্য করবে । ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনি যদি গুগলে “ডোমেইন নাম সাজেশন টুল” লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক গুলো ডোমেইন নাম সাজেশন টুল পেয়ে যাবেন । কিন্তু আমরা এখানে কিছু বেস্ট ডোমেইন নাম সাজেশন টুল হাইলাইট করেছি যেগুলো আপনাকে পারফেক্ট ডোমেইন নাম খুঁজে পেতে সাহায্য করবে ।

আশা করছি উপরের উল্লেখিত ডোমেইন নাম সাজেশন টুল ব্যবহার করে আপনার পছন্দ (Niche)  অনুযায়ী একটি ডোমেইন নাম সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর, আপনি যে কোন সময়

IT Nut Hosting  এ গিয়ে সহজেই আপনার ডোমেইন নাম টি Registration বা কিনতে পারবেন। ( এ ক্ষেত্রে আপনার যদি Paypal বা Master Card না থাকে তাহলে আপনি সহজে bKash এবং রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন)

domain name suggestion tool

ডোমেইন Registration বা কেনার আগে যা বিবেচনা করবেন?

যেহেতু বাংলা্দেশে অনেক ডোমেইন প্রোভাইডার রয়েছে তাই ডোমেইন Registration বা কেনার আগে ডোমেইন প্রোভাইডার সাথে কিছু বিষয়ে বিস্তারিত কথা বলে নিবেন। যেমনঃ- আপনার ডোমেইন এর নিরাপত্তা কেমন থাকবে, আপনার ডোমেইন এর ফুল কন্ট্রোল পাবেন কিনা, অথবা পরের বছর কি পরিমাণ টাকা রাখবে । এছারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে পারেনঃ-

  • সঠিক ডোমেইন Extensions দিয়ে শুরু করা
  • ছোট ও সহজে মনে রাখা যায় এমন ডোমেইন নাম নির্বাচন করা
  • ডোমেইন নামটি Brandable রাখার চেষ্টা করা
  • ডোমেইন নাম এ অবাঞ্চিত Word ও Hyphen ব্যবহার না করা
  • Keyword দিয়ে ডোমেইন নাম নির্বাচন না করা
  • Trademark ও Copyright বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া
  • পছন্দের ডোমেইন নাম দ্রুত Registration করা
পছন্দের ডোমেইন নাম দ্রুত Registration করা

পরিশেষে, লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমাদের একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

 “Never Stop Learning &  Don’t Stop to  Sharing Your Knowledge”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top