Categories: Domain

SSL সার্টিফিকেট কি? SSL সার্টিফিকেট কীভাবে কাজ করে (পর্ব ০১)

যদি আপনার ওয়েবসাইট কে সুরক্ষিত এবং নিরাপদ দেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি SSL সার্টিফিকেট সেটআপ করতে হবে। বিশেষ করে, আপনি যদি ওয়েবসাইট এর মাধ্যমে কোন পণ্য বিক্রয় করতে চান। যেমন- E-commerce Bisiness অথবা Customer দের কে আপনার ওয়েবসাইটে Registration ও Login করার অনুমতি দিলেন সেই ক্ষেত্রে SSL Certificate আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে সাহায্য করবে।

SSL সার্টিফিকেট

মূলত, SSL (Secure Sockets Layer) সার্টিফিকেট হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার এর মধ্যে একটি Encrypted Secure Connection তৈরি করে যা আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য Secure এবং Trustworthy রাখতে সাহায্য করে।

এই SSL সার্টিফিকেট সাধারণত ওয়েব পেজে ইন্সটল করা হয় যা কাস্টমারদের সংবেদনশীল তথ্য যেমন, Login Name, Password, Pin Code, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর) ইত্যাদি নিরাপদে রাখে।

সাধারণত, যেসব ওয়েবসাইটে ‍SSL সার্টিফিকেট আছে সেসব ওয়েবসাইট অ্যাড্রেস বা URL এর শুরুতে https:// থাকবে।। আর যে সব সাইটে URL এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই। এমন সাইটে কেনা-কাটা করা নিরাপদ নয়।

নিচের চিত্র টি লক্ষ্য করলে  SSL সার্টিফিকেট সম্পর্কে বুঝতে আরও সুবিধা হবে ।

SSL Certificate

SSL সার্টিফিকেট যেভাবে কাজ কজে

  • যখন একটি ব্রাউজার SSL সার্টিফিকেট যুক্ত Web Server এর সাথে কানেক্ট করে, তখন ব্রাউজার আগে নিজের পরিচয় Web Server কে প্রদান করে।
  • তারপর ওয়েব সার্ভার ব্রাউজারকে তার Web Certificate পাঠায়।
  • তখন ব্রাউজার ওয়েব সার্ভার টি Trustworthy কিনা তা চেক করে এবং Web Server  কে একটি মেসেজ পাঠায়।
  • তারপর ব্রাউজার এবং Web Server এর মধ্যে Digital Encrypted Data দেখায়।
  • এই পুরো প্রক্রিয়ায়, ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার নিজেদের মধ্যে ট্রাস্টেটভাবে ডাটা প্রদর্শন করে এবং ব্রাউজার ওয়েব সার্ভারের ডাটা সিকুইরড ( Data Secured)  দেখায়।

পরিশেষে

সাধারনত, SSL সার্টিফিকেট ছাড়া কোন ওয়েবসাইটের উপর বিশ্বাস করা সত্যি কষ্টকর, বিশেষ করে যেখানে কাস্টমারদের সংবেদনশীল তথ্য থাকে। যেমন- Login Name, Password, Pin Code, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর) ইত্যাদি।

তাই আপনার যদি কোন বড় ওয়েবসাইট থাকে, যেখানে এইসব সংবেদনশীল তথ্য আদান প্রদান করা হয়, তাহলে আমি আপনাকে SSL সার্টিফিকেট ব্যবহার করার জন্য সাজেস্ট করবো, এতে করে আপনার কাস্টমারও আপনার সাইটকে পছন্দ করবে। সেই সাথে আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে সাহায্য করবে।

হোস্টিং ব্যান্ডউইথ কি এবং কতটুকু হোস্টিং ব্যান্ডউইথ নেওয়া উচিৎ?

আমরা সাধ্যমত উপস্থাপনের চেষ্টা করেছি তাই লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না । এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

“Do your work with your whole heart,
and you will succeed there’s so little competition.”
-Elbert Hubbard

Share

Recent Posts

ই কমার্স ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন করার পদ্ধতি

ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা এখন শীর্ষে। অনলাইন বিজনেস সফলভাবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাদ্ধম হচ্ছে ই-কমার্স। যেকোন…

3 months ago

ই-কমার্স হোস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপস ও পরামর্শ

ই-কমার্স বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইন্টারনেটের যুগে ঘরে বসেই সবকিছু…

3 months ago

সবচেয়ে কম খরচে ওয়েব হোস্টিং – Nebula iHost

ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট…

2 years ago

ডোমেইন হোস্টিং এডভান্স গাইড

প্রত্যেক ওয়েবসাইট ওনারদের কাছে ডোমেইন হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা…

3 years ago

Black Friday Hosting Offer – IT Nut Hosting এ চলছে ৭০% ডিসকাউন্ট

USA তে প্রতিবছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার পালিত হয়  Thanksgiving Day, আর এই থ্যাংকসগিভিং ডে এর…

3 years ago

ক্লাউড ফ্লেয়ার কি? ক্লাউড ফ্লেয়ার এর কাজ কি?

গুগল তাদের সাম্প্রতিক প্রতিটি আপডেটে পেইজ স্পীডের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের…

3 years ago