আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন ।
আমরা হয়তো সবাই “ডোমেইন কি?” এ সম্পর্কে অবগত আছি । কিন্তু “সাব ডোমেইন কি?” তা হয়ত বিষদ ভাবে অনেকেরই অজানা। তাই তাদের সুবিধার্থে আজ আমরা আলোচনা করছি “সাব ডোমেইন কি?”এ বিষয়ে নিয়ে। আশা করছি পুরো পোস্ট টি পড়ার পর “সাব ডোমেইন” সম্পর্কে বিষদ জানতে পারবেন।
এবার “সাব ডোমেইন কি?” অর্থাৎ মূল আলোচনাই আসি ।
যেহেতু, ডোমেইন হচ্ছে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস (IP Address)। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম (Domain Name) ব্যবহার করা হয় । যেমন-
আর সাব ডোমেইন হচ্ছে এই সকল মূল ডোমেইন এর শাখা ডোমেইন অর্থাৎ সিম্পল কথায় বলতে গেলে সাব ডোমেইন হলো কোন ডোমেইনের আন্ডারে আরেকটি ডোমেইন। সাধারনত মূল ডোমেইন এর নাম ঠিক রেখে এর সামনে বা পিছনে নতুন শব্দ যোগ করে সাব ডোমেইন তৈরি করা হয়।
উদাহরন সরূপ বলা যায়ঃ-
https://www.itnuthosting.com/ এর সাব ডোমেইন হচ্ছে https://www.client.itnuthosting.com
ব্যবসায়িক সুবিধা ও ভিজিটরদের কথা মাথায় রেখে মূলত বেশিরভাগ টপ লেভেল ডোমেইন গুলো সেই ডোমেইনের আন্ডারে আরেকটি শাখা ডোমেইন অর্থাৎ সাব ডোমেইন যুক্ত করা হয়ে থাকে। নিম্নে সাব ডোমেইনের সুবিধা ও অসুবিধা গুলো আলোচনা করা হলো ।
আমাদের এই লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু ও অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমাদের একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ডট বিডি ( .bd ) ডোমেইন কি? এবং কিভাবে কিনবেন? জেনে নিন A To Z
“Start where you are. Use what you have. Do what you can.”
—Arthur Ashe
ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা এখন শীর্ষে। অনলাইন বিজনেস সফলভাবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাদ্ধম হচ্ছে ই-কমার্স। যেকোন…
ই-কমার্স বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইন্টারনেটের যুগে ঘরে বসেই সবকিছু…
ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট…
প্রত্যেক ওয়েবসাইট ওনারদের কাছে ডোমেইন হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা…
USA তে প্রতিবছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার পালিত হয় Thanksgiving Day, আর এই থ্যাংকসগিভিং ডে এর…
গুগল তাদের সাম্প্রতিক প্রতিটি আপডেটে পেইজ স্পীডের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের…