what-is-free-hosting

ফ্রি হোস্টিং কি? জেনে নিন ১০ টি ফ্রি ডোমেইন ও হোস্টিং এর নির্ভরযোগ্য সাইট

ফ্রি হোস্টিং (Free Hosting) কি? এটি একটি কমন প্রশ্ন হলেও অনেকে এই বিষয়ে অবগত নন। ওয়েব হোস্টিং সার্ভিস সাধারনত ২ ধরনের হয়ে থাকে। প্রথমত, ফ্রি হোস্টিং এবং দ্বিতীয়ত পেইড হোস্টিং। আজকে আমরা ফ্রি হোস্টিং কি এবং ১০ টি ফ্রি ডোমেইন ও হোস্টিং এর নির্ভরযোগ্য সাইটের সুবিধা ও অসুবিধাবলীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ফ্রি হোস্টিং:

এই বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন হোস্টিং সম্পর্কে একটু জেনে নেই।

হোস্টিং মূলত একটি স্পেস। যেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, ইমেজ, ভিডিও ও গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যেমনটি আপনার কম্পিউটার হার্ডডিস্ক থাকে ঠিক তেমনি সার্ভারে আপনার জন্য একটি হার্ডডিস্ক থাকবে । যার মাধ্যমে আপনি ও ভিজিটররা যে কোন সময় এবং যে কোন স্থান থেকে সর্বক্ষণিক ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন।

হোস্টিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এবার আসি ফ্রি হোস্টিং কি?  সাধারনত যেগুলো সাইট থেকে বিনামূল্যে হোস্টিং সার্ভিস (নির্দিষ্ট স্পেস পাবেন) পাওয়া যায় সেগুলো হলো ফ্রি হোস্টিং সার্ভিস। সহজ কথায় বললে, ফ্রিতে যে হোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন তাকে ফ্রি হোস্টিং বলে।

ফ্রি ডোমেইন ও হোস্টিং এর কিছু নির্ভরযোগ্য সাইট:

আপনি যদি গুগলে ফ্রি হোস্টিং লিখে সার্চ দেন তাহলে অনেক গুলো ফ্রি হোস্টিং ওয়েবসাইট দেখতে পারবেন। আপনার সুবিধার জন্য নিচে ফ্রি হোস্টিং এর বেশ কিছু নির্ভরযোগ্য সাইট দেওয়া হলো। যাতে করে আপনি সহজেই সেগুলো সাইট থেকে ফ্রিতে ওয়েবহোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন।

infinity-free-hosting-reviews.com.bd
Image Credit: InfinityFree

১. Infinity Free

  • আনলিমিটেড ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • আনলিমিটেড ডোমেইন এবং হোস্টিং
  • আনলিমিটেড সাব ডোমেইন
  • ১ এফটিপি (FTP) অ্যাকাউন্ট
  • ১০ ইমেইল একাউন্ট
  • ৪০০ MySQL ডেটাবেজ
  • ফ্রি SSL সার্টিফিকেট
  • ফ্রি ক্লউডফ্লেয়ার সিডিএন
  • ফ্রি ডিএসএস সার্ভিস
  • সফটাকুলাস ‍স্ত্রিপট ইনস্টলার
  • বিজ্ঞাপন নেই।
byet.host-hosting-reviews.com.bd
Image Credit: Byet.Host

২. Byet.Host

  • ৫ জিবি ডিস্ক স্পেস
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ৫ ইমেইল একাউন্ট
  • ৫ MySQL ডেটাবেজ
  • কন্ট্রোল প্যানেল
  • আনলিমিটেড এডঅন ডোমেইন
  • ৭ সাব ডোমেইন
  • ফ্রি SSL
  • ক্লাসটারেড সার্ভার
  • বিজ্ঞাপন নেই।
googiehost-hosting-reviews.com.bd
Image Credit: GoogieHost

৩. Googiehost

  • ১০০০ এমবি ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • ২ সাবডোমেইন
  • ২ এফটিপি (FTP) একাউন্ট
  • ২ ইমেইল একাউন্ট
  • ২ MySQL ডেটাবেজ
  • ফ্রি SSL
  • বিজ্ঞাপন নেই।
freehostingnoads-hosting-reviews.com.bd
Image Credit: FreeHostingNoAds

৪. FreeHostingNoAds

  • ১০০০ এমবি ডিস্ক স্পেস
  • ৫ জিবি ব্যান্ডউইথ
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • ৩ সাবডোমেইন
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ১ ইমেইল একাউন্ট
  • ১ MySQL ডেটাবেজ
  • ফ্রি SSL
  • বিজ্ঞাপন নেই।
000webhost-hosting-reviews.com.bd
Image Credit: 000WebHost

৫. 000webhost

  • ১০০০ এমবি ডিস্ক স্পেস
  • ১০ জিবি ব্যান্ডউইথ
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • ০ সাবডোমেইন
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ০ ইমেইল একাউন্ট
  • ১ MySQL ডেটাবেজ
  • নো ব্যাকআপ অপশন
FreeWebHostingArea
Image Credit: FreeWebHostingArea

৬. FreeWebHostingArea

  • ১.৫ জিবি ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • ০ সাবডোমেইন
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ০ ইমেইল একাউন্ট
  • ৩ MySQL ডেটাবেজ
  • নো সাইট বিলডার
InstaFree-hosting-reviews.com.bd
Image Credit: InstaFree

৭. InstaFree

  • ১০ জিবি ডিস্ক স্পেস
  • ১০০ জিবি ব্যান্ডউইথ
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ০ ইমেইল একাউন্ট
  • ৫ MySQL ডেটাবেজ
  • সফটাকুলাস ইনস্টলার
  • বিজ্ঞাপন নেই।
freehosting-hosting-reviews.com.bd
Image Credit: FreeHosting

৭. FreeHosting

  • ১০ জিবি ডিস্ক স্পেস
  • ১০০ জিবি ব্যান্ডউইথ
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ০ ইমেইল একাউন্ট
  • ৫ MySQL ডেটাবেজ
  • সফটাকুলাস ইনস্টলার
  • বিজ্ঞাপন নেই।
AtSpace-hosting-reviews.com.bd
Image Credit: AtSpace

৮. AtSpace

  • ১ জিবি ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • ১ ডোমেইন এবং হোস্টিং
  • ১ এফটিপি (FTP) একাউন্ট
  • ১ ইমেইল একাউন্ট
  • ১ MySQL ডেটাবেজ
  • বিজ্ঞাপন নেই।
freehost-hosting-reviews.com.bd
Image Credit: ProFreeHost

৯. ProFreeHost

  • আনলিমিটেড ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • MySQL ডেটাবেজ
  • সহজ কন্ট্রোল প্যানেল
  • ওয়েবসাইট বিল্ডার
  • ফ্রি সাব ডোমেইন
  • ১০০% ফ্রি
  • ৯৯% আপটাইম
  • বিজ্ঞাপন মুক্ত
ultimatefrehost-hosting-reviews.com.bd
Image Credit: UltimateFreeHost

১০. UnlimateFreeHost

  • আনলিমিটেড ডিস্ক স্পেস
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • আনলিমিটেড ডোমেইন
  • আনলিমিটেড এডঅন ডোমেইন
  • আনলিমিটেড সাব ডোমেইন
  • আনলিমিটেড ইমেইল একাউন্ট
  • আনলিমিটেড MySQL ডেটাবেজ
  • আনলিমিটেড সি-প্যানেল x3 panel

উপরোক্ত সাইট গুলো ছাড়াও আরও বেশকিছু সাইট রয়েছে যেমন:- WordPress, Wix, Weebly, Tumblr ইত্যাদি সাইটে রেজিস্ট্রেশন করে আপনি ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ফ্রি হোস্টিং  ব্যবহারে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। নিম্নে সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো।

ফ্রি হোস্টিং এর সুবিধাবলী:

  • বিগেনার হিসেবে এবং প্র্যাকটিস করার জন্য ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস তুলনামূলকভাবে একটু ভালো।
  • সহজে সাইনআপ এবং কিছু সময়ের মধ্যেই সাইট সেটআপের কাজ করা যায়।
  • সহজভাবে ড্রাগ এবং ড্রপ পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে দেয়।
  • আনলিমিটেড ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ পাওয়া যায়। (সাইট ভেদে কমও হয়)
  • আনলিমিটেড ডোমেইন এবং সাব ডোমেইন ব্যবহার করা যায়।
  • হোস্টিং সার্ভিস ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল থাকে।
  • আনলিমিটেড বিজিনেস ইমেইল একাউন্ট তৈরি করা যায়।

ফ্রি হোস্টিং এর অসুবিধাবলী:

  • পেইড হোস্টিং এর তুলনায় ফ্রি হোস্টিং অনেক ধীরগতির হয়ে থাকে।
  • ফ্রি হোস্টিং ওয়েবসাইটের সিকিউরিটি অনেক দুর্বল হয়, হ্যাকাররা অল্পতেই হ্যাক করে ফেলতে পারে।
  • বেশিরভাগ ফ্রি হোস্টিং কোম্পানি কাস্টম ডোমেইন অ্যাড করতে দেয় না।
  • অনেক ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে যারা আপনার ইনফরমেনশন সেল করে টাকা ইনকাম করতে পারে।
  • কোন ব্যাকআপ অপশন নেই। তাই ভুলবশত কোন ফাইল ডিলেই হলে সেগুলো রিকভার করা যায় না।
  • যেহেতু তারা ফ্রি হোস্টিং সার্ভিস প্রদান করছে তাই আপনি কাস্টমার সাপোর্ট পাবেন না।
  • গুরুত্বপূর্ণ কাজের জন্য ফ্রি হোস্টিং ব্যবহার না করাই উত্তম।
  • ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি যেকোন সময়ে চলে যেতে পারে।

পরিশেষে

আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখা বা সাধারণ ওয়েবসাইট কিংবা ব্লগিং এর জন্য ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারেন। কিন্তু যখন কিনা আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ, হোক সেটা নিজের জন্য অথবা ক্লাইন্টের জন্য, সেক্ষেত্রে এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার না করাই ভালো।

বর্তমানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি ভালো মানের সাথে ওয়েবহোস্টিং সার্ভিস প্রদান করছে। আপনার যদি ভিসা বা মাস্টার কার্ড না থাকে তাহলে বিকাশ কিংবা রকেটের মাধ্যমে ১ হাজার টাকা থেকে  শুরু করে (প্যাকেজ ভেদে দাম কম বেশি হতে পারে) এর বেশি টাকা দিয়ে বাৎসরিক একটি প্রিমিয়াম শেয়ারেড হোস্টিং কিনতে পারবেন।

You May Also Like

2 Comments

Leave a Reply

%d bloggers like this: