ফ্রি হোস্টিং (Free Hosting) কি? এটি একটি কমন প্রশ্ন হলেও অনেকে এই বিষয়ে অবগত নন। ওয়েব হোস্টিং সার্ভিস সাধারনত ২ ধরনের হয়ে থাকে। প্রথমত, ফ্রি হোস্টিং এবং দ্বিতীয়ত পেইড হোস্টিং। আজকে আমরা ফ্রি হোস্টিং কি এবং ১০ টি ফ্রি ডোমেইন ও হোস্টিং এর নির্ভরযোগ্য সাইটের সুবিধা ও অসুবিধাবলীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এই বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন হোস্টিং সম্পর্কে একটু জেনে নেই।
হোস্টিং মূলত একটি স্পেস। যেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, ইমেজ, ভিডিও ও গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যেমনটি আপনার কম্পিউটার হার্ডডিস্ক থাকে ঠিক তেমনি সার্ভারে আপনার জন্য একটি হার্ডডিস্ক থাকবে । যার মাধ্যমে আপনি ও ভিজিটররা যে কোন সময় এবং যে কোন স্থান থেকে সর্বক্ষণিক ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন।
এবার আসি ফ্রি হোস্টিং কি? সাধারনত যেগুলো সাইট থেকে বিনামূল্যে হোস্টিং সার্ভিস (নির্দিষ্ট স্পেস পাবেন) পাওয়া যায় সেগুলো হলো ফ্রি হোস্টিং সার্ভিস। সহজ কথায় বললে, ফ্রিতে যে হোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন তাকে ফ্রি হোস্টিং বলে।
আপনি যদি গুগলে ফ্রি হোস্টিং লিখে সার্চ দেন তাহলে অনেক গুলো ফ্রি হোস্টিং ওয়েবসাইট দেখতে পারবেন। আপনার সুবিধার জন্য নিচে ফ্রি হোস্টিং এর বেশ কিছু নির্ভরযোগ্য সাইট দেওয়া হলো। যাতে করে আপনি সহজেই সেগুলো সাইট থেকে ফ্রিতে ওয়েবহোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন।
জেনে নিন হোস্টিং কোম্পানি গুলোর অতি প্রয়োজনীয় ১১ টি ফিচার
১১.UnlimateFreeHost
উপরোক্ত সাইট গুলো ছাড়াও আরও বেশকিছু সাইট রয়েছে যেমন:- WordPress, Wix, Weebly, Tumblr ইত্যাদি সাইটে রেজিস্ট্রেশন করে আপনি ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ফ্রি হোস্টিং ব্যবহারে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। নিম্নে সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখা বা সাধারণ ওয়েবসাইট কিংবা ব্লগিং এর জন্য ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারেন। কিন্তু যখন কিনা আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ, হোক সেটা নিজের জন্য অথবা ক্লাইন্টের জন্য, সেক্ষেত্রে এই ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার না করাই ভালো।
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি ভালো মানের সাথে ওয়েবহোস্টিং সার্ভিস প্রদান করছে। আপনার যদি ভিসা বা মাস্টার কার্ড না থাকে তাহলে বিকাশ কিংবা রকেটের মাধ্যমে ১ হাজার টাকা থেকে শুরু করে (প্যাকেজ ভেদে দাম কম বেশি হতে পারে) এর বেশি টাকা দিয়ে বাৎসরিক একটি প্রিমিয়াম শেয়ারেড হোস্টিং কিনতে পারবেন।
ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা এখন শীর্ষে। অনলাইন বিজনেস সফলভাবে প্রতিষ্ঠিত করার অন্যতম মাদ্ধম হচ্ছে ই-কমার্স। যেকোন…
ই-কমার্স বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম। ইন্টারনেটের যুগে ঘরে বসেই সবকিছু…
ব্যবসা কিংবা পারসোনাল ব্রান্ডিং হোক ডিজিটালি প্রেজেন্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আর ডিজিটাল এই দুনিয়ায় ওয়েবসাইট…
প্রত্যেক ওয়েবসাইট ওনারদের কাছে ডোমেইন হোস্টিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা…
USA তে প্রতিবছর নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার পালিত হয় Thanksgiving Day, আর এই থ্যাংকসগিভিং ডে এর…
গুগল তাদের সাম্প্রতিক প্রতিটি আপডেটে পেইজ স্পীডের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের…